নিজস্ব সংবাদদাতা : ময়না তদন্তের রিপোর্ট অনুয়ায়ী ফতুল্লা মডেল থানায় অপমৃত্যূ মামলাটি হত্যা মামলায় রূপান্তিত হলো । মামলা নং-১৭(২)২০ । ধারা ৩০২,৩৪ দ:বি: ।
পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লা থানাধীন বুড়িগঙ্গা নদীর তীরে গত বছর ২০১৯ই সালের ২১ ডিসেম্বর সকালে অজ্ঞাতনামা পুরুষ এর লাশ উদ্ধার করেন পুলিশ। তার আনুমানিক বয়স হবে ৩৫ বছর। তার শরীর পচন ধরেছে। তার গায়ের রং কালো মাথা মুখ চোখ কপাল ফুলা দেখা যায়। আনুমানিক লম্বা হবে ৫ফুট ৫ ইঞ্চি । থানা পুলিশ এই লাশ টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এসময় এই লাশ টি কোন পরিচয় পাইনি পুলিশ। এ সময় থানার এস আই মো. মোফাজ্জল হোসেন খাঁন বাদী হয়ে গত ২১ ডিসেম্বর একটি অপমৃত্য মামলা দায়ের করেছে ফতুল্লা থানায়। মামলা নং-৮০/১৯। এই লাশটি ময়না তদন্তে পুলিশ চিকিৎসকের রির্পোটে জানতে পারেন অজ্ঞাতনামা ব্যক্তি বা দুর্বৃত্তরা ঐ অজ্ঞাতনামা ব্যক্তিকে শাস্বরোদ্ধ করে হত্যা করেছে। তাই ৮ ফেব্রুয়ারী দুপুরে এই রিপোর্ট অনুযায়ী অপমৃত্যু মামলাটি হত্যা মামলা নিয়েছেন পুলিশ।
পুলিশ জানান, এখন পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি।