ফতুল্লায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

শেয়ার করুন...

নিজস্ব সংবাদদাতা : ফতুল্লায় মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মামলা নং- ৬৬(০৬)২০০৬। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে পাগলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামী হলো- আলীগঞ্জ এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে হীরা।

 

ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তারেক আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে পাগলা বাজার এলাকা থেকে হীরাকে গ্রেফতার করা হয়েছে। একটি মাদক মামলায় তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত দুই বছর সাজা প্রধান করে এরপর থেকে সে পলাতক ছিল।