নিজস্ব সংবাদদাতা : ফতুল্লা মডেল থানা পুলিশের হাতে গাভী গরু চুরির আভিযোগে স্বামী ও স্ত্রী গ্রেফতার হয়েছে। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া গাভী গরুটি উদ্ধার করেছে। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় গাভী গরুর মালিক আব্দুল মান্না বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলা নং-২৫(২)২০।
এ মামলা সূত্রে জানা যায়, ফতুল্লা থানাধীন এলাকায় আব্দুল মান্নান (৬৫) গরুর ফার্ম করেছে। সেখানে বিভিন্ন প্রজাতির দেশী বিদেশী গাভী গরু রয়েছে। এই ফার্ম থেকে গত ১০ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৮টায় অষ্ট্রোলিয়ান ক্রস জাতির একটি গাভী চুরি করে নেয় সেলিম (৫৫) ও তার স্ত্রী আসিয়া বেগম (৫০)। ভূইগড় এলাকার ক্যানেল পাড় এলাকায় এই গাভী গরু সহ সেলিম ও তার স্ত্রী আসিয়াকে আটক করে এলাকা বাসী পুলিশের কাছে সোপর্দ করেন। চুরি হয়ে যাওয়া গাভীর মালিক আ.মান্নান খবর পেয়ে তার গরুর চিহ্নিত করে। এরপর পুলিশ তাকে বাদী করে মামলা নেয়। এ মামলায় সেলিম ও আসিয়া ছাড়াও আরো ২ জনকে আসামী করে মামলা নেয়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আরো দুই জনের নাম বলে সেলিম ও আসিয়া ।