মুন্সীগঞ্জ প্রতিনিধি:- মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’গ্রুপের সংর্ঘষে ককটেল বিস্ফোরণ,গুলি ও বাড়ী ঘর ভাংচুর আহত ১০। বুধবার বেলা সাড়ে ১১ টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের সোলারচরে এ ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে উভয় গ্রুপের গুরুতর অবস্থায় দু’জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রেজানাগেছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় সাবেক ইউপি সদস্য ও আধারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুরুজ মেম্বার ও একই গ্রামের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলী হোসেন সরকার গ্রুপের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো। বুধবার এক গ্রুপ অপর গ্রুপকে গ্রাম ছাড়া করতে গিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় ব্যাপক ককটেল বিস্ফোরণের শব্দে সাধারণ মানুষের মাঝে আতংকের সৃষ্টি হয় ভাংচুর চালানো হয় বাড়ী ঘরে। এতে আলী হোসেন সরকারের ছেলে যুবলীগকর্মী জনি সরকার (২৬) ও সুরুজ মেম্বার গ্রুপের নসু কাজীর ছেলে আমজাদ কাজী গ্রুরতর আহত হয়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎস তাদের ঢাকায় প্রেরণ করেন। এছাড়াও রিয়াজ,রিপন ও আল-আমিন কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। জানাগেছে গ্রেফতার এড়াতে এ ঘটনা অপর আহতদের গোপনে ঢাকাসহ এর আশপাশের জেলায় চিকিৎসা দেয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে দাবী করে মুন্সীগঞ্জ সদর থানার (ওসি) তদন্ত সালাউদ্দিন বলেন,সংঘর্ষেরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।