নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লা থানাধীন পাগলা নয়ামাটি এলাকা থেকে মাকসুদা আক্তার মিম নামে একটি মেয়ে হারানো গিয়াছে।
রবিবার (২৭ জুন) সকাল ১০ ঘটিকার সময় নন্দলালপুর রোড, নাক্কাটার বাড়ী মোড় সংলগ্ন নয়ামাটি তার নিজ বাড়ী থেকে কাউকে কিছু না বলে বাহির হন। পরবর্তীতে তার পরিবারের লোকজন তাকে না পেয়ে অত্র এলাকার বিভিন্ন স্থানে ও আত্মীয় স্বজনদের বাসায় খোঁজাখুজি করে মেয়েটির সন্ধান না পেয়ে ফতুল্লা মডেল থানায় একটি নিখোঁজ জিডি করেন মেয়েটির বাবা মোকলেছুর রহমান। (যাহার জিডি নং- ১৫৭২)।
মেয়েটির বয়স ১৬ বছর, সে মানসিকভাবে অসুস্থ, তার গায়ের রং- ফরসা, উচ্চতা- ৫ ফুট ১ ইঞ্চি, ওজন-৪০ কেজি, চোখ-কালো, চুল-কালো, পরনে ছিলো-খয়েরী কালার এর জামা, সাদা ও কালো কালার প্রিন্টের পায়জামা।
যদি কোন স্ব-হৃদয়বান ব্যক্তি মেয়েটির খোঁজ পেয়ে থাকেন তাহলে মেহেরবানী করে নিম্ন ঠিকানায় পৌছে দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ মোবাইল নাম্বারঃ- ০১৭৫২ ৬৩৩৭৮১, ০১৭৫২ ৬৩৩৭৮১, মেয়ের বাবা মোঃ মোকলেছুর রহমান। নন্দলালপুর রোড, নাক্কাটার বাড়ী মোড় সংলগ্ন নয়ামাটি, পাগলা, ফতুল্লা, নারায়ণগঞ্জ।