ফতুল্লার এনায়েতনগর থেকে এসে পশ্চিম মাসদাইর প্রাইমারী স্কুল সংলগ্ন মীর আজিমের বাড়ি দখল করতে আসা সাবিনা ইসলাম ও অনামিকা পারভেজগংদের বিরুদ্ধে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন মীর সমন আলীর ছেলে মীর আজিম। বৃহস্পতিবার ( ১৯ আগষ্ট ) সকাল ১১টায় ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করে ভুক্তভোগী মীর আজিম বলেন, এজকন প্রভাবশালী সাংবাদিকের বোন পরিচয় দিয়ে এনায়েতনগর নিবাসী সাবিনা ইসলাম তার সহযোগি অনামিকা পারেভেজ এর সাথে আমার বংশের কিছু ব্যক্তির সাথে চুক্তি করেন যে আমার পৈতৃক সম্পত্তি জোড়পুর্বক তাদেরকে দখল করে দেবেন। তার কথার প্রলোভনে আসক্ত হয়ে পশ্চিম মাসদাইর এলাকার মীর ইব্রাহিম ও তার ছেলে মীর সবুজ,ভাই মীর জলিল,মো,আরিফ, সেলিম @ দেলু,মীর হেলাল @ হেলু,দেলোয়ার,হাসান ,সেলিম,মৃত.সাহাবুদ্দিনের ছেলে সুজন ও আলম,ইব্রাহিমের ছেলে ইয়াসিন,মীর জলিলের ছেলে শাওনগং গত ১৩ আগষ্ট আমার বসতবাড়িতে বেআইনীভাবে প্রবেশ করে বাড়ির নির্মানাধীন দেয়াল,বাড়ির গেইট,পানির পাম্প,বৈদুতিক মিটার,দোকানের সাটারসহ ভেঙ্গে এলাকায় ত্রাসের সৃষ্টি করে। এ বিষয়ে আমি ফতুল্লা মডেল থানায় মামলা করলে থানা পুলিশ ৩ জনকে আটক করে নিয়ে যায়। এর পর সেই প্রভাবশালী মহিলা সাংবাদিকের বোন পরিচয়দানকারী সাবিনা ইসলাম ও অনামিকা পারভেজ উক্ত আসামীদেরকে ছাড়াইয়া নিতে ব্যর্থ হলে তারা পুলিশকেও হুমকী প্রদান করেন যে,তাদেরকে অন্যত্র বদলী করা হবে যদি আটককৃতদের ছেড়ে না দেয়া হয়।উক্ত মহিলাদ্বয় মাসদাইর বাড়ৈভোগ,গোরস্তান,পাকাপুল,ভোলাইল,বিসিকসহ বিভিন্নস্থানে এরুপভাবে বিভিন্ন মানুুষের জমি দখল করে নিচ্ছে। এ বিষয়ে আমি ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রী,মন্ত্রী পরিষদ বিভাগ,আইজিপি,এসপি,ডিসি ও ফতুল্লা মডেল থানা অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ করেছি।
সাংবাদিকদের প্রশ্নর জবাবে মীর আজিম বলেন, সাবিনা ইসলাম নিজেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আতœীয় পরিচয়,আবার কখনও এসপি ডিসির ঘনিষ্টজন এমনকি সচিবালয়েও নাকি তাও ব্যাপক আতœীয় স্বজন রয়েছেন। তিনি বিভিন্ন মানুষ দিয়ে আমাকে মুঠোফোনে হুমকী প্রদান করছেন যার মধ্যে অন্যতম হচ্ছেন জাহিদ নামে এক ব্যক্তি। তিনি আরও বলেন, সাবিনা ইসলাম ও অনামিকাগংদের কাজই হচ্ছে কন্ট্রাকের মাধ্যমে কাজ করা যা নিরীহ প্রকৃতির মানুষগুলো সম্পত্তি দখল করে নিয়ে মোটা অংকের টাকার নিয়ে অন্যকে বুঝিয়ে দেয়া।
তাদের অব্যাহত হুমকীর কারনে আমি আমার পরিবার-পরিজন নিয়ে দুঃশ্চিন্তার মাঝে দিনানিপাত করছি। তাছাড়া আমি কাজের জন্য অনেক রাত পর্যন্ত বাড়ির বাহিরে থাকতে হয়ে। আমাকে আসার পথে সাবিনা ইসলাম বাহিনীর সদস্যরা যেকোন ভাবে ক্ষতিসাধন করকে পারে। আমি জেলা পুলিশ সুপারের কাছে আকুল আবেদন জানাই তিনি বিষয়টি সুষ্ঠভাবে তদন্ত করে অপরাধীদেরকে আইনের মাধ্যমে বিচারের ব্যবস্থা করুন।
এ বিষয়ে মীর আজিমকে মুঠোফোনে হুমকী প্রদানকারী জাহিদের ব্যবহৃত মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,আমি মুলত তার চাচাতো ভাইয়ের কাছ থেকে বায়না করেছি। মুলত এটি এনিমি সম্পত্তি। ওরা একটি ভুয়া দলিলের মাধ্যমে জমিটি তাদের কজ¦ায় রেখেছে। যা এখনও পর্যন্ত মিউটিশন করতে পারেনি। আমার ওয়াইফ ( সাবিনা ইসলাম ) আজিমের চাচাতো ভাইয়ের কাছ থেকেই বায়না করেছেন। কথা হয়েছে যদি জমি আমাদেরকে বুষিয়ে দিতে পারে তাহলে বাকী টাকা দিবো যদি না পারে তাহলে বায়না বাবদ যে টাকা দেয়া হবে তা ফেরত দিতে হবে। এ বিষয়ে নিয়ে আদালতে একটি মামলাও হয়েছে যা শুনানি হতে আগামী ২৩ আগষ্ট। উক্ত প্রভাবশালী মহিলা সাংবাদিক কি সাবিনা ইসলামের বোন হয় কিনা জানতে চাইলে জাহিদ বলেন, না তিনি সাবিনা ইসলামের বোন নয়।