গতকাল সকাল ৯.০০ ঘটিকায় গলাচিপা এলাকায় অবস্থিত ৩৬নং গলাচিপা বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব ২০১৯ইং অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৬নং গলাচিপা বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ¦ জাফর উল্লাহ খান চেঙ্গিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সহ-সভাপতি আনজুমান আরা আকসির, যুব সমাজের প্রতিনিধি যুব নেতা ইব্রাহিম আদহাম খান জুম্মা, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বিন নাহার।
প্রধান অতিথির বক্ত্যবে আলহাজ¦্ জাফর উল্লাহ খান বলেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। কারণ তিনি পহেলা জানুয়ারীকে বই উৎসব হিসেবে ঘোষনা করায়। বছরের প্রথম দিন শিক্ষার্থীরা এক সেট নতুন বই পেয়ে আনন্দে আত্মহারা। শিক্ষার্থীদের এই খুশির যিনি প্রবক্তা তিনি হলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কারণে শিক্ষা ব্যবস্থা ব্যাপক উন্নতি হয়েছে এবং সামনের সময়ে আরো বেশি উন্নয়ন ও অগ্রগতি হবে বলে আমরা বিশ^াস করি। বিদ্যালয়ের সাফল্য কামনা করছি। এই বিদ্যালয়ের অনেক সুনাম রয়েছে। বিদ্যালয়ের লেখাপড়ার মান অনেক ভাল।
অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্যারা শিক্ষক মোজাম্মেল হোসেন লিটন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফা আক্তার খাতুন, জাহেদা বেগম, হালিমা বেগম, আছিয়া আক্তার পঁপি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অনান্যা সদস্যবৃন্দ। আজ পহেলা জানুয়ারীতে বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।





















