সোনারগাঁ থানা এবং ইউনিয়ন কমিটিতে নিবেদিত প্রাণ নেতাদের বাদ দিয়ে এবং যোগ্য নেতাদের যথাযথ মূল্যায়ন না করে কমিটি গঠণ করার প্রতিবাদে বিএনপি বাঁচাও আন্দোলন নোয়াগাও ইউনিয়ন শাখার ব্যানারে তৃণমুলের নেতাকর্মীরা মান্নান-মোশারফ বিরোধী শ্লোগানের মাধ্যমে বিক্ষোভ পালন করে। মজিবুর রহমান ভূইয়া, নুর মিয়া মেম্বার, হাজী সাইফুল ইসলামসহ নিবেদিত প্রাণ নেতাদের বাদ দিয়ে এবং যোগ্য নেতাদের যথাযথ মূল্যায়ন না করে থানা বিএনপি ও ইউনিয়ন কমিটি গঠণ করায় বিক্ষোভে ঝাড়ু, জুতা মিছিল করা হয়। এবং বিতর্কিত এই দুই নেতার পুষ্পক তুলিকা পোড়ানো হয়। তৃনমুলের কর্মীরা অবিলম্বে সোনারগাঁ থানা বিএনপি এবং নোয়াগাও ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করে যোগ্য নেতাদের দিয়ে কমিটি গঠনের দাবি জানান।