শহরের নিতাইগঞ্জ ভ্যান চালক শ্রমিকবৃন্দের উদ্যোগে ২দিনব্যাপী খাজা বাবার ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার,বৃহস্পতিবার(২,৩ মার্চ) বাদ মাগরিব নিতাইগঞ্জ ট্রাক স্ট্যান্ডে এ আয়োজন করা হয়।
১ম দিন বুধবার ওয়াজ দোয়ার মাহফিলে বাপ্পী পাগলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরশ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহম্মদ আলী রেজা উজ্জ্বল সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ।
প্রধান মেহমান ও মোনাজাত পরিচালনা করেন হযরত আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী চেয়ারম্যান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।
প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন হাফেজ কারী মাওলানা আনোয়ার হুসাইন চাঁদপুরী ইমাম ও খতিব মাঝানী নদীরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ, রুপগঞ্জ,নারায়ণগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদুর রহমান মাসুদ সভাপতি ডাইলপট্রি লোড আনলোড শ্রমিক ইউনিয়ন।
২য় দিন বৃহস্পতিবার রাতে বাংলা কাওয়ালী গান,ভোজ ও বিতরন করা হয়।
ওরশ মোবারক পরিচালনা করেন আক্তার ভান্ডারী,ইউসুফ খান কালু,নাসির কন্ট্রাক্টর, জামান সরদার,কাদির মিয়া,মোক্তার হোসেন মোজাদ্দেদী।





















