নিউমার্কেটে সংঘর্ষে ছাত্রলীগ জড়িত, এটা পুলিশের ইন্ধনে হয়েছে: মির্জা ফখরুল

শেয়ার করুন...

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিউমার্কেট এলাকায় ছাত্র ও ব্যবসায়ীদের সংঘর্ষে ছাত্রলীগ জড়িত এবং পুলিশের ইন্ধনে এটা হয়েছে। তিনি বলেন, এখন পুলিশ তার চিরাচরিত নিয়মে উল্টো বিএনপির নেতা ও ছাত্রনেতাদের ওপর দোষ চাপাচ্ছে।

 

আজ শুক্রবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইফতার মাহফিলের এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

 

বিএনপির মহাসচিব বলেন, ‘সরকারের ব্যর্থতার কারণে আজ দেশে এক দুঃসহ অবস্থার সৃষ্টি হয়েছে। আপনারা দেখেছেন কয়েক দিন আগে নিউমার্কেট এলাকায় ছাত্র ও ব্যবসায়ীদের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ সম্পূর্ণভাবে সরকারের ব্যর্থতা ও পুলিশের নিষ্ক্রিয়তার কারণে হয়েছে। এখন দেখা যাচ্ছে যে শুধু নিষ্ক্রিয়তার নয়, তাদের ইন্ধনে এটা হয়েছে।’

 

নিউমার্কেটের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, বিভিন্ন মিডিয়ায় ও পত্রপত্রিকায় যে সংবাদগুলো এসেছে, সেই সংবাদে এটা প্রমাণিত হয়েছে যে এই সন্ত্রাসের সঙ্গে সম্পূর্ণভাবে ছাত্রলীগ জড়িত ছিল। এখন পুলিশ তার চিরাচরিত নিয়মে সম্পূর্ণভাবে এটা উল্টো বিএনপির নেতা ও ছাত্রনেতাদের ওপর বর্তাচ্ছে।’

 

গত সোমবার রাতে শুরু হয়ে মঙ্গলবার দিনভর রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকানমালিক ও কর্মীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের ঘটনায় চারটি মামলা হয়েছে। পুলিশের করা একটি মামলায় নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেনসহ দলের ২৪ জনকে আসামি করা হয়েছে।

 

এর নিন্দা জানিয়ে মির্জা ফখরুল অবিলম্বে এই মামলা প্রত্যাহার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
বিএনপির মহাসচিব বলেন, ‘এই সরকার আমাদের সব অধিকার কেড়ে নিয়েছে।

 

আমাদের গণতন্ত্রের অধিকার, ভোটের অধিকার, আদালতের স্বাধীনতা, বাক্‌স্বাধীনতা—সবকিছুকে এরা ধ্বংস করে দিয়েছে। এককথায় এই রাষ্ট্রকে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তাই সবার কাছে আমাদের অনুরোধ থাকবে দেশকে রক্ষা করার জন্য আপনারা জনমত গড়ে তুলুন, যাতে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি। গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে মুক্ত করতে পারি, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারি।’

 

করোনাকালে দুস্থ মানবতার সেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন বিএনপি মহাসচিব। আলোচনা সভায় ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন।

 

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেনসহ গুমের শিকার নেতা-কর্মীদের পরিবারের সদস্যরা বক্তব্য দেন।

 

সর্বশেষ সংবাদ



» বকশীগঞ্জে শিশু ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার

» বকশীগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড

» প্রতিপক্ষের মামলা থেকে বাচঁতে মিথ্যা অপপ্রচারের নাটক সাজিয়ে ফাঁসানোর চেষ্টা

» এক যুগ পর আসছে শুভ- তমা অভিনীত সিনেমা

» ফতুল্লায় সাংবাদিকদের উপর হামলা,কথিত বিএনপি নেতা সন্ত্রাসী সাহাদাত গ্রেফতার

» শাপলা কলি পাওয়ায় বকশীগঞ্জ এনসিপির আনন্দ মিছিল

» কুতুবপুরে গ্যাস চোর ফরুকের অবৈধ গ্যাস সংযোগের রমরমা ব্যবসা

» ধরাছোঁয়ার বাইরে গ্যাস চোর ফারুক, অবাধে চলছে অবৈধ গ্যাস সংযোগ

» জমিয়তে ফতুল্লা থানা সভাপতি মাওঃ মোফাজ্জল ইবনে মাহফুজ’র নেতৃত্বে হাজারো নেতাকর্মী নিয়ে আজমতে সাহাবা  মহাসম্মেলনে যোগদান

» আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা এনসিপির

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ১০ নভেম্বর ২০২৫, খ্রিষ্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নিউমার্কেটে সংঘর্ষে ছাত্রলীগ জড়িত, এটা পুলিশের ইন্ধনে হয়েছে: মির্জা ফখরুল

শেয়ার করুন...

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিউমার্কেট এলাকায় ছাত্র ও ব্যবসায়ীদের সংঘর্ষে ছাত্রলীগ জড়িত এবং পুলিশের ইন্ধনে এটা হয়েছে। তিনি বলেন, এখন পুলিশ তার চিরাচরিত নিয়মে উল্টো বিএনপির নেতা ও ছাত্রনেতাদের ওপর দোষ চাপাচ্ছে।

 

আজ শুক্রবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইফতার মাহফিলের এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

 

বিএনপির মহাসচিব বলেন, ‘সরকারের ব্যর্থতার কারণে আজ দেশে এক দুঃসহ অবস্থার সৃষ্টি হয়েছে। আপনারা দেখেছেন কয়েক দিন আগে নিউমার্কেট এলাকায় ছাত্র ও ব্যবসায়ীদের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ সম্পূর্ণভাবে সরকারের ব্যর্থতা ও পুলিশের নিষ্ক্রিয়তার কারণে হয়েছে। এখন দেখা যাচ্ছে যে শুধু নিষ্ক্রিয়তার নয়, তাদের ইন্ধনে এটা হয়েছে।’

 

নিউমার্কেটের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, বিভিন্ন মিডিয়ায় ও পত্রপত্রিকায় যে সংবাদগুলো এসেছে, সেই সংবাদে এটা প্রমাণিত হয়েছে যে এই সন্ত্রাসের সঙ্গে সম্পূর্ণভাবে ছাত্রলীগ জড়িত ছিল। এখন পুলিশ তার চিরাচরিত নিয়মে সম্পূর্ণভাবে এটা উল্টো বিএনপির নেতা ও ছাত্রনেতাদের ওপর বর্তাচ্ছে।’

 

গত সোমবার রাতে শুরু হয়ে মঙ্গলবার দিনভর রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকানমালিক ও কর্মীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের ঘটনায় চারটি মামলা হয়েছে। পুলিশের করা একটি মামলায় নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেনসহ দলের ২৪ জনকে আসামি করা হয়েছে।

 

এর নিন্দা জানিয়ে মির্জা ফখরুল অবিলম্বে এই মামলা প্রত্যাহার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
বিএনপির মহাসচিব বলেন, ‘এই সরকার আমাদের সব অধিকার কেড়ে নিয়েছে।

 

আমাদের গণতন্ত্রের অধিকার, ভোটের অধিকার, আদালতের স্বাধীনতা, বাক্‌স্বাধীনতা—সবকিছুকে এরা ধ্বংস করে দিয়েছে। এককথায় এই রাষ্ট্রকে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তাই সবার কাছে আমাদের অনুরোধ থাকবে দেশকে রক্ষা করার জন্য আপনারা জনমত গড়ে তুলুন, যাতে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি। গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে মুক্ত করতে পারি, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারি।’

 

করোনাকালে দুস্থ মানবতার সেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন বিএনপি মহাসচিব। আলোচনা সভায় ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন।

 

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেনসহ গুমের শিকার নেতা-কর্মীদের পরিবারের সদস্যরা বক্তব্য দেন।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here

সর্বশেষ সংবাদ