কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল বিএনপি থেকে বহিষ্কৃত নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের বলয়ের নেতা হিসেবে পরিচিত ছিলেন ফতুল্লায়। তবে নির্বাচনের সময় ঘনিয়ে আসায় তিনি গিয়াস উদ্দিনকে ছেড়ে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বলয়ে যোগ দিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন । এই আয়োজনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছরোববার (১৮ জানুয়ারী) রাতে ফতুল্লার শিয়াচর লালখা হাজী বাড়ি মোড়স্থ একটি কমিউনিটি সেন্টারে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সেহাচর পঞ্চায়েত কমিটির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
গিয়াসউদ্দিন বলয়ের পঞ্চায়েত কমিটির সভাপতি ও যুবদল নেতা জয়নালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু, শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী, তাতি দলের সভাপতি ইউনুস মাস্টার, কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম ইব্রাহিম।
প্রধান অতিথির বক্তব্যে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, নির্বাচনের আগে একটি মহল সব সময় ষড়যন্ত্রে লিপ্ত থাকে। এবারও ষড়যন্ত্র হচ্ছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসাইন কাসেমী নির্বাচিত হলে পূর্ববর্তী এমপিদের তুলনায় অনেক বেশি উন্নয়ন করবেন। তাই আগামী ১২ ফেব্রুয়ারি বিএনপির জোট মনোনীত প্রার্থী মনির হোসাইন কাসেমীর খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।




















