আমতলী (বরগুনা) প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কর্তৃক এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে লাঞ্চিত ও হেনস্থার প্রতিবাদ এবং পরিচালকের বিচার দাবীতে আমতলী হাসপাতাল চত্ত¡রে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ ফার্মসিউটিক্যাল রিপ্রেজেন্টটিভস এসোসিয়েশন (ফারিয়া) আমতলী উপজেলা শাখা।
আজ সোমবার সকাল ১০টায় বাংলাদেশ ফার্মসিউটিক্যাল রিপ্রেজেন্টটিভস এসোসিয়েশন (ফারিয়া) আমতলী শাখার সভাপতি মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, রিয়াজুল আহসান ও শহীদুল ইসলাম প্রমুখ।
মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কর্তৃক এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে লাঞ্চিত ও হেনস্থার প্রতিবাদ করেন এবং তার বিচার দাবী করেন। ওই মানবন্ধন ও সমাবেশে বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিসহ সমিতির ৮০ জন সদস্য অংশগ্রহন করেন।