নারায়ণগঞ্জের ফতুল্লা শৈলকুড়া এলাকায় ট্রাক ও ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নাসির উদ্দিন ঘটনাস্থলেই মারা যায়। অপর একজন গুরুতর আহত হয়।
বুধবার (২৯ জুন) বেলা ১২ টায় ফতুল্লার দাপা ইদ্রাকপুর শৈলকুড়া এলাকায়। নিহত ইজিবাইক চালক নাসির উদ্দিন (৪২) বরিশাল জেলার আমতলী থানার সাকারিয়া গ্রামের জালাল হাওলাদারের ছেলে। নাসির উদ্দিন ফতুল্লার মুসলিমনগর এলাকায় বসবাস করতো ।
ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক ইমানুর বলেন, ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক ড্রাইভার সোহেল রানাকে আটক করে থানায় নিয়ে আসে হয়। আরেক জন যাত্রী আহত হলেও তার পরিচয় পাওয়া যায়নি। এবিষয়ে থানায় মামলা হয়েছে।