চট্টগ্রামের কর্ণফুলী মইজ্জাটেক চরপাথরগাটা উলঙ্গ হাড্ডিসার কঙ্কাল অবস্থায় পরে আছে বৃদ্ধা মা। বিগত কিছু ধরে বৃদ্ধা মায়ের ছবি ঘুরছে স্যোশাল মিডিয়ায়, ছবি পোস্ট ভাইরাল হয়েছে।
অনেক অনেক মানবিক ব্যক্তি স্বচোখে দেখে এসেছে বৃদ্ধা মাকে। তবে উলঙ্গ হাড্ডিসার কঙ্কাল বৃদ্ধা মায়ের দায়িত্ব নেয়নি কেহই! সর্বশেষ উলঙ্গ হাড্ডিসার কঙ্কাল মায়ের পরিচর্যার দায়িত্ব নিয়েছে চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার।
একদিন সবাই আমরা শিশু ছিলাম আবার হাটিহাটি পায়ে সবাইই আমরা বৃদ্ধ হব। একজন মানুষের সব থেকে অসহায়াত্তের সময় হল এ দুটি সময়। আর এসময়ে যেন কাউকেই পরে থাকতে না হয় রাস্তায় পরিচয়হীনভাবে। আপনার সামান্য টাকায় গড়ে উঠবে পাঁচ শতাধিক অসহায় অসুস্থ অভিভাবকহীন প্রতিবন্ধী শিশু এবং বৃদ্ধদের জন্য নিজস্ব বাসস্থান। রাস্তায় থাকবে না আর কোন অবুজ প্রতিবন্ধী শিশু ও অসুস্থ বৃদ্ধ বাবা-মা।
চট্রগ্রামের স্থানীয় চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার এর স্বেচ্ছাসেবক সদস্যদের সহযোগিতা বৃদ্ধা মা আসবে ঢাকায়।