নারায়ণগঞ্জ সদর উপজেলা শাহী বাজার আমতলা থেকে ৭ এপ্রিল সকাল ১১ টায় মোঃ রাতুল নামের ৪ বছরের একটি ছেলে হারিয়ে গিয়েছে। ছেলেটির বাবার নাম মোঃ নজরুল ইসলাম মাতার নাম মফিজা বেগম হারিয়ে যাওয়ার সময় ছেলেটির পরনে ছিল হাফ আতা গেঞ্জি পুল পেন,ছেলেটি শুধু তার বাবার নাম বলতে পারে আর কোন ঠিকানা বলতে পারে না। ছেলেটির সন্ধান দাতাকে অবশ্যই পুরস্কৃত করা হবে। যদি কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পান তাহলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। 01950556838—০১৬৮২৬০৪৩৪৭।