পটুয়াখালীর কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ও বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ৯ টায় এ শোভা যাত্রাটি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের মুজিব মঞ্চে এসে শেষ হয়। এতে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি উপস্থিত ছিলেন। এছাড়া এ শোভাযাত্রায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। পরে মঙ্গল প্রদিপ জ্বালিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।