নারায়ণগঞ্জ সদর উপজেলার জাতীয় পার্টির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) বিকালে সস্তাপুর জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পার্টি সদর উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক সম্পাদক রিপন ভাওয়াল,মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হোসেন দুলাল,সিনিয়র সহ সভাপতি আজিজুর রহমান বাদল,সাধারণ সম্পাদক আফজাল হোসেন,সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি কাজী মোহসিন,জেলা জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক জি এ রাজু,জাতীয় যুব সংহতি নারায়নগঞ্জ সদর উপজেলার আহবায়ক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন মহানগর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন মোল্লা।
প্রধান অতিথি সানাউল্লাহ সানু বলেন,দশের লাঠি একের বোঝা। আমাদের দলে যোগ্য নেতা রয়েছে যারা এমপি হতে পারেন। জেলা হতে বর্তমানে আমাদের ২ জন এমপি রয়েছে। এরশাদ নারায়ণগঞ্জ জেলাকে শিল্প এলাকা ঘোষনা করায় জমির দাম বেড়ে গেছে। রাষ্ট্র ধর্ম ইসলাম, মসজিদ ধর্মীয় প্রতিষ্ঠানে বিদ্যুৎ মওকুফ করেছে কে এরশাদ। ডাঃ মিলনকে নিজেরা হত্যা করে এরশাদের উপর দায় চাপায়। পরে এরশাদ শাহাবুদ্দিনের কাছে ক্ষমতা হস্তান্তর করে। আমরা যাদের কাছে সুবিধা পাবো তাদের কাছে যাবো। আগামী নির্বাচনে সকলকে প্রস্তুত থাকতে হবে।
সভাপতির বক্তব্যে আমিনুল হক প্রধান বলেন,এরশাদ ও নাসিম ওসমান ছিল জাতীয় পার্টির প্রান। আজ তারা বেঁচে না থাকলেও নেতাকর্মীদের হৃদয়ে রয়েছে।