অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :- বরিশালের আগৈলঝাড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের মাঝে পাওয়ার থ্রেসার মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রোববার ১১টায় কৃষি অফিস চত্বরে বসে ইরি-বোরো ধান মাড়াই করার জন্য ৩০জন কৃষকদের মাঝে সরকারি ভর্তুকি মূল্যে প্রদত্ত পাওয়ার থ্রেসার মেশিন বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহাবুবা ইসলাম লীনা, চন্দ্রশেখর বসু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডল প্রমুখ। পরে উপজেলার ৫টি ইউনিয়নের ৩০ জন কৃষকদের মাঝে ভতুর্কি মূল্যের পাওয়ার থ্রেসার মেশিন বিতরণ করা হয়। কৃষক সুমন মিয়া বলেন, এই মেশিনটি পেয়ে ভাল হয়েছে। এটি দিয়ে অল্প সময়ে বেশী ধান মাড়াই করা যাবে। এতে ধান চাষীদের বিস্তর সুবিধা হয়েছে।