মশাহিদ আহমদ, মৌলভীবাজার:- মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান অতিরিক্ত জেলা জজ পদে কুষ্টিয়া বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর আয়োজনে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার এর সভাপতিত্বে ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান এর সঞ্চালনায় সংবর্ধিত অতিথি ছিলেন- চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান।
আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মৌলভীবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর সকল বিচারক, কর্মকর্তা-কর্মচারী ও কোর্ট পুলিশ পরিদর্শক কার্যালয়ের কর্মকর্তবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সহকর্মী ও ম্যাজিস্ট্রেসীর কর্মকর্তা-কর্মচারীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান। সহকর্মী ও কর্মচারীদের বক্তব্যে বিদায়ী অতিথি একজন সৎ, দক্ষ ও মানবিক গুনাবলী সম্পন্ন কর্মকর্তা হিসেবে আলোচিত হন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন মৌলভীবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী উক্ত কর্মকর্তার অভাব অনুভব করবেন ও তরুণ বিচারকগণ তাঁকে দেখে অনুপ্রাণিত হবেন। বক্তারা তাঁর পেশাগত ও পারিবারিক জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। বিদায়ী অতিথি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাঁর বক্তব্যে দীর্ঘ ৫ বছর মৌলভীবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীতে কর্মকালীন সময়ের স্মৃমিচারণ করে অনুষ্ঠানে উপস্থিত সকল সহকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।