সেলিম আহমেদ ও লিজা আক্তার :- নারায়ণগগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ ও সাবেক বীর মুক্তিযোদ্ধা সংসদ নাসিম ওসমান এর পরিবারের পক্ষ থেকে অসহায় মানুষদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) বিকালে নগরীর আল্লামা ইকবাল রোডের জনাবা পারভীন ওসমানের নিজ বাসভবনে এই ঈদ সামগ্রী বিতরণ করেন।
আজমেরী ওসমানের সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে পারভীন ওসমান বলেন, আমরা সবসময় আপনাদের সকল আশা পূর্ণ করতে পারিনা। সবাই আমার ও আমার ছেলে এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আগামীতে যেন আপনাদের সকল আশা পূর্ণ করতে পারি।
উক্ত অনুষ্ঠানে মোঃ নাসির, মো: মনির হোসেন, সহ প্রায়ত নাসিম ওসমানের পরিবারের অন্যান্য সদস্য গণ উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, আমার ইচ্ছে ছিল মন উজাড় করে আপনাদেরকে দেওয়ার যতটুকু ঈদ উপহারই আপনাদের মাঝে দিতে পেরেছি আমি এবং আমার সন্তান আজমির ওসমানের সহযোগিতায় আপনাদের হাতে এই ঈদ সামগ্রী পৌঁছে দিতে পেরেছি। ইনশাল্লাহ আগামী ঈদে আমাকে আল্লাহ হায়াতে তইয়েবা দান করলে আরো বেশি ঈদ সামগ্রী দেওয়ার চেষ্টা করবো।
প্রধান অতিথির বক্তব্য শেষ অসহায় মানুষদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।