ফতুল্লায় গরীব অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ করেন হৃদয় গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. তৈয়বুর রহমান। বুধবার সকালে ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন পরিষদের লালখাঁয় হৃদয় গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তৈয়বুর রহমানের নিজ বাস ভবনের নিজ তলায় শাড়ি ৬০০টি , থ্রী পিস ২০০টি,লুঙ্গি ২০০ টি বিতরণ করা হয়।
ফতুল্লায় গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ করেন হৃদয় গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. তৈয়বুর রহমান।
বুধবার সকালে ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন পরিষদের লালখাঁয় হৃদয় গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তৈয়বুর রহমানের বাস ভবনের নিজ তলায় ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে ৬০০টি শাড়ি ,২০০টি থ্রী পিস ,ও২০০ টি লুঙ্গি বিতরণ করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৯নং ওয়ার্ড মেম্বার হান্নানুর রফিক রঞ্জু,সার্বিক সহযোগিতায় ছিলেন মিসেস নার্গিস রহমান , রাফিদুর রহমান হৃদয়, তামান্না রহমান, মাে. মঞ্জু মাে আবুল হোসেন, মো. আমীর হােসেন, মাে. ফরুক মাদবর, আহাম্মদ হােসেন, মাে.কামাল, মাে. দুলাল, মো. মজিবর, মাে.রবিন, মাে. আনোয়ার মাস্টার সহ আরও অনেকে।