প্রয়াস মাদকাসক্ত পুনর্বাসন ও সহায়তা কেন্দ্রের ২০ বছর পুর্তি উপলক্ষে মিলাদ ও দোয়ার মাহফিল সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হইয়াছে। প্রধান অতিথি ছিলেন প্রয়াস মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা মোঃসোহেল হোসেন.।
সোমবার(১ মে)দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই মাদক কেন্দ্র থেকে যারা চিকিৎসা নিয়ে সুস্থ জীবনে ফিরে এসেছেন তাদের নিয়ে তিনি একটি কেক কেটে ২০ বছর পূর্তি পালন করেন।
তানভীর আহম্মেদ রনির সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার কিবরিয়া, ম্যানেজার কবির হোসেনসহ সুস্থ জীবনে ফিরে আসা অসংখ্য যুবক।
উল্লেখ্য, মাদকাসক্ত পুনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াস দীর্ঘ ২০ বছর ধরে মাদকাসক্ত যুবকদের চিকিৎসা সেবা দিয়ে আসছে। এখান থেকে চিকিৎসা নিয়ে সুস্থ জীবনে ফিরে আসা যুবদের মাদক থেকে দূরে পুনর্মিলনী সহ নিয়ে প্রায় সময়ই নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। এই প্রতিষ্ঠানের পরিচালক সুস্থ জীবনে ফিরে আসা মাদকাসক্তদের নিয়ে কাজ করে সফল হওয়ায় বিভিন্ন সংস্থা থেকে ক্রেস্ট সহ নানা ধরনের সম্মাননা সূচক স্বীকৃতি অর্জন করেছেন।