তানভীর মোহাম্মদ ত্বকি হত্যার দশ বছর পেরিয়ে গেছে। কিন্তু উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হওয়ায় এখনো চার্জশিট দেওয়া হয়নি।সুত্রে জানা যায় একটি প্রভাবশালী পরিবারের অভিযোগের কারণে দেওয়া হচ্ছে না। তানভীর মহম্মদ ত্বকি, রাফিউর রাব্বির ছেলে নারায়নগঞ্জের এবিসি স্কুলের এ লেভেলের ছাত্র এবং তার বন্ধু সাজ্জাদ হোসেন ৬ মার্চ ২০১৩ নিখোজ হন।সে তার বন্ধুর সাথে শায়েস্তা খান রোড চাষাড়ার বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
দুইদিন পর নদী বন্দর নগরীর একটি খালে তার মরদেহ পাওয়া যায় এবং তার বন্ধুকে স্থানীয় গ্যাং এর একটি টর্চার সেল থেকে উদ্ধার করা হয়। থানায় মামলা দায়ের করার পর ত্বকির বাবা রাফিউ রাব্বি দাবি করেছেন, তার ছেলেকে হত্যার জন্য একটি স্থানীয় মাফিয়া বাহিনী দায়ী। রাফিউর রাব্বি নারায়ণগঞ্জ শহরের মেয়র সেলিনা হায়াত আইভীর একজন সক্রিয় অনুসারী এবং যাত্রীদের অধিকার ও পরিবহন খাতে চাঁদাবাজি প্রতিরোধে কাজ করা একটি ফোরামের প্রতিষ্ঠাতা ছিলেন।
পরবর্তীতে মামলাটিকে নারায়ণগঞ্জের গোয়েন্দা বিভাগে স্থানান্তর করা হয়। বাদীর আবেদনে হাইকোর্ট র্যাব কে বরখাস্ত করেন। রাফিউ রাব্বি দাবি করেন, র্যাব তার তদন্ত সম্পন্ন করেছে কিন্তু চাপের কারণে অভিযোগ পূরণ করছে না। অপরদিকে ত্বকির বন্ধু সাজ্জাদকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় হাসপাতালে ভর্তি করা হয়। কারণ তাকে ভয়ংকর ভাবে মারধর করা হয়েছিল এবং স্থানীয় গ্যাং দ্বারা নির্যাতন করা হয়েছিল। পরে সাজ্জাদ এর বাবা আপহরনের মামলা করতে গেলে পুলিশ কোন মামলা নিতে রাজি হয়নি। বিভিন্ন সূত্র থেকে গুজব রটে যে সাজ্জাদ, যদি তার বন্ধু ত্বকি হত্যার জন্য আদালতে সাক্ষ্য দেয় তবে তাকেও এই মাফিয়া দের হাতে খুন করা হতে পারে। ২০২১ সালের নভেম্বরে ত্বকির কেস ট্রাইবুনাল শুনানির জন্য আদালতে হাজির হয়েছিল কিন্তু কোন সাক্ষী প্রস্তুত ছিল না।
প্রতি বছর ত্বকির পরিবার তাদের সন্তান হারানোর ব্যথা কাধে নিয়ে চাষাড়া শহীদ মিনারে স্থানীয় লোকদের নিয়ে শোক প্রকাশ করেন সঠিক বিচারের প্রত্যাশায়।