জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক ইউনিয়ন বা সংগঠনগুলোর ঐক্য প্রয়োজন। সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদার জন্যে রাজনৈতিক বিশ্বাসের উর্ধ্বে উঠে সকল সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যবদ্ধ হওয়া জরুরি।
সাংবাদিকদেরকে বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সাংবাদিকদের পেশাগত ঐক্যের কোন বিকল্প নেই। মানুষের মানবিক মর্যাদা, সমান অধিকার, ন্যায্যতা ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা অপরিহার্য। তিনি আরো বলেন, দেশের গণমাধ্যম ও তার কর্মীরা যত দলনিরপেক্ষ, নির্ভীক, শিক্ষিত ও সৎ হবেন, ততই দেশের জন্য মঙ্গলজনক।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিভাগের উদ্যোগে ৩ মে বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন দারুস সালাম আর্কেড (৭ম তলা) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। সংস্থার ঢাকা বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মো. আলমগীর গনির সভাপতিত্বে ও বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনিচুর রহমান প্রধানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মুহম্মদ আলতাব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্থার কেন্দ্রীয় কমিটির শেহাব উদ্দিন আহমেদ ও সাবেক সহ-সভাপতি শামসুল আলম জুলফিকার। অনুষ্ঠানে ঢাকা বিভাগের বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দসহ সংস্থার ঢাকা মহানগরের সদস্যগণ উপস্থিত ছিলেন।