নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন গাউছিয়ার ভুলতায় “রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড” স্টিল মিলে (RICL) বয়লার বিস্ফোরণে ১ শ্রমিক নিহত এবং ৬ জন শ্রমিক গুরুতর দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৪মে) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হারুন অর রশিদ (সুপারভাইজার) জানান, আমাদের স্টিল মিলে কাজ চলছিল। এমন সময় বয়লার থেকে বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পাই।দৌড়ে এসে দেখি বেশ কয়েকজন শ্রমিক গুরুতর দগ্ধ হয়ে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। দ্রুত তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক শংকর(৪০) নামে একজন শ্রমিককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অন্যান্য শ্রমিকরা হলেন—
১) রাব্বি (৩৫) দগ্ধ ৯৫%
২) ইব্রাহিম (৩৫) দগ্ধ ২৮%
৩) ইলিয়াস (৩৫) দগ্ধ ৯৮%
৪) জুয়েল (৩৫) দগ্ধ ৯৭%
৫) নিয়ন (২০) দগ্ধ ৯৫%
৬) আলমগীর (৩৩) দগ্ধ ৯০%
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাঃ এস এম আইয়ুব হোসেন জানান, নারায়ণগঞ্জ থেকে একটি স্টিল মিলে বয়লার বিস্ফোরণে গুরুতর দগ্ধ হয়ে ৭ জন শ্রমিক আমাদের এখানে আসে। দায়িত্ব-রত চিকিৎসক তাদের মধ্যে একজন শ্রমিককে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। বর্তমানে তারা অবজারভেশনে রয়েছেন। পর্যায়ক্রমে তাদেরকে হাই ডিফেন্সিভ কেয়ার ইউনিট ও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) স্থানান্তর করা হবে।