নারায়ণগঞ্জের রূপগঞ্জে আরআইসিএল স্টিল কারখানায় লোহা গলানোর সময় ভাট্টি বিস্ফোরণের ঘটনায় আরও এক শ্রমিক মারা গেছে। নিহতের নাম গোলাম রব্বানি (৩৫)। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মোট ৫জন শ্রমিকের মৃত্যু হলো।
রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শুক্রবার (৫ মে) রাত ১২টার দিকে তিনি মারা যান বলে জানায় ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইয়ুব হোসেন।
তিনি জানান, ‘আগুনে গোলাম রব্বানির শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।’এখন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন তিন দগ্ধ শ্রমিক। তাঁরা হলেন জুয়েল (২৫) ও ইব্রাহিম (৩৫)। ইনস্টিটিউটের আবাসিক সার্জন আইয়ুব হোসেন জানান, জুয়েলের ৯৫ শতাংশ ও ইব্রাহিমের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে।
এর আগে, গত ৪ মে দুপুরে রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকার রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের কারখানায় চুল্লি বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই শংকর (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়। আহত হয় আরও ৬ জন। তারা হলেন- মো. জুয়েল (২৫), গোলাম রব্বানী রাব্বি (৩৫), ইব্রাহিম (৩৫), ইয়াসিন (৩৫), নিয়ন (২০) ও আলমগীর (৩৩)।
এদিকে, বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় ইলিয়াস আলী (৩৫) নামের এক শ্রমিক মারা যান। মো. নিয়ন (২০) নামের আরেক শ্রমিক মারা যান শুক্রবার সকাল সাড়ে ১০টায়। একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান আলমগীর হোসেন (৩৩) নামের আরেক শ্রমিক।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন জানান, ইলিয়াসের শরীরের ৯৮ শতাংশ, নিয়নের ৯৭ শতাংশ ও আলমগীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
কারখানাটির সুপারভাইজার হারুন উর রশিদ জানান, তারা কারখানায় ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিলেন। ভাট্টির আশপাশে ১৫-১৬ জন শ্রমিকে ছিলেন। হঠাৎ করেই ভাট্টিতে বিস্ফোরণ হয়ে গলিত লোহা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে তারা দগ্ধ হন। উদ্ধার করে সঙ্গে সঙ্গে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। চিকিৎসকেরা জানান, দগ্ধ বাকি তিনজনের সবার অবস্থায়ই আশঙ্কাজনক। এদের মধ্যে জুয়েলের শরীরের ৯৭ শতাংশ পুড়ে গেছে, রাব্বির ৯৫ ও ইব্রাহিমের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে।