মহান মে দিবস উপলক্ষ্যে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে র্যালি করেছে নারায়ণগঞ্জ জেলা মটরস্ ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়ন।
বৃহস্পতিবার (১ মে) বেলা সাড়ে ১১ টায় সিদ্ধিরগঞ্জের হাজী রজ্জ্বব আলী সুপার মার্কেটস্থ প্রধান কার্যালয় থেকে র্যালীটি শুরু হয়ে হিরাঝিল, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় হয়ে পূনঃরায় প্রধান কার্যালয়ে এসে শেষ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্য আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মটরস্ ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়নের উপদেষ্টা আব্দুর রব ও আব্দুল জব্বার, নারায়ণগঞ্জ জেলা মটরস্ ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়নের সভাপতি খলিলুর রহমান হামিদী, কার্যকরী সভাপতি রিপন মিয়া, সহ-সভাপতি আবু তাহের, শেখ জমির আলী, মনির হোসেন আনোয়োর, ওমর ফারুক, নুরুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক মোঃ হান্নান প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আশেক আলী, মোঃ বাবুল ও ইসরাফিল হোসেন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, কোষাধ্যক্ষ সোহেল রানা, দপ্তর সম্পাদক বশির উদ্দিন, প্রচার সম্পাদক শেখ ছগীর, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রাব্বি হোসেন, ক্রীড়া সম্পাদক সোহাগ রাজ, কার্যকরী সদস্য আবু কালাম, শরীফ হোসেন ও মোঃ সজিব মিয়া প্রমূখ।
র্যালী শেষে সংক্ষিপ্ত সভায় নারায়ণগঞ্জ জেলা মটরস্ ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়নের সভাপতি খলিলুর রহমান হামিদী বলেন আজ মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন।
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ১৮৮৬ সালের এই দিনে হে মার্কেটে শ্রমিকরা কাজের সময়সীমা ৮ ঘণ্টা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজপথে নেমে আসেন শ্রমিকরা। সেইদিন পুলিশের গুলিতে মারা যান অনেক শ্রমিক। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পায় শিকাগোর শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়েই।