৫ আগস্টের পর আড়াইহাজার পৌরসভা বাজারে অবস্থিত “আড়াইহাজার জেনারেল” হাসপাতাল নামে একটি বেসরকারী চিকিৎসা সেবা কেন্দ্র দখল করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের ছোট ভাই আলী আকবর। একই সাথে আলী আকবর বিএনপির কেন্দ্রীয় কমিটির (ঢাকা বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের কর্মী। উপজেলার খোদ বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, ৫ আগস্টের পর একের পর এক বিভিন্ন প্রতিষ্ঠান দখল ও তালা বদ্ধ করেন নজরুল ইসলাম আজাদের নেতাকর্মীরা। এতে সাধারণ মানুষের মধ্যে আতংক দেখা দেয়।
আড়াইহাজার ছাত্রদল নেতা নাম না প্রকাশ করার শর্তে বলেন, এই হাসপাতালে আমার শেয়ার রয়েছে। কিন্তু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের ভাই আলী আকবর হাসপাতালের স্বষোঘিত চেয়ারম্যান বনে যান। পরে তিনি হাসপাতালের অর্থ লুট করতে থাকেন। এ পর্যন্ত তিনি এখান থেকে প্রায় ৫০ লাখ টাকা লুটে নিয়েছেন। এঅবস্থায় আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। তিনি আরো বলেন, তাদের মতো নেতাকমীরা আজাদের রাজনীতিতে যুক্ত হয়ে বিএনপিকে একদিকে শেষ করেছে। অন্যদিকে আজাদের বদনাম করে দিয়েছেন। তিনি আরো বলেন, বিএনপির পরিচয় দিতে এখন আমার কাছে লজ্জা লাগে। তবে যেকোন মূল্যে আমরা আলী আকবরকে জেনারেল হাসপাতাল থেকে বের করে হাসপাতালকে চাঁদাবাজ মুক্ত করেছি। তবে হাসপাতালে যেকোন সময় হামলা চালাতে পারেন, জুয়েল ও আলী আকবরগং।