রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক নাজমুল হাসান বাবু’র নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) সারাদিন ব্যাপি ফতুল্লার বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের নেতা আপেল মাহমুদ, নাছির মাদবর, রফিকুল ইসলাম রকি, লেলিন আহম্মদ, সাগর, উজ্জল, শামীম, সজিব, স্বপন, সাকিব, আনিছ, ফারুক আহমেদ, শাকিল মোল্লা, জুম্মন আহমেদ, আলিম ইসলাম, রিপন কুমার, ফেরদাউস আহমেদ, রাজ আহমেদ, সৌরভ আকাশ, মাসুম খান, ফয়সাল, মৃদুল হাসান, সোহেল, শিহান, মোঃ রিফাত, মোঃ আরমান, মোঃ সজীব, মোঃ হৃদয়, মোঃ শাহাদাত মোঃ পারভেজ মোঃ জুয়েল আতাউর, সাকিবসহ আরো অনেকে।
লিফলেট বিতরণকালে নাজমুল হাসান বাবু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই আজকে সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।