হারুন অর রশিদ:- জামালপুরের বকশীগঞ্জে রফিক ফাউন্ডেশন এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও অন্যান্য মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে খয়ের উদ্দিন ফাজিল (ডিগ্রি) মাদরাসার হলরুমে মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও অন্যান্য মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে।
রফিক ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম আর করিম (রেজা) সভাপতিত্বে,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ আলতাফ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জামালপুরের জেলা শিক্ষা অফিসার শামছুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমি সুপার ভাইজার তাহমিনা,রফিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন ফুয়াদ, খয়ের উদ্দিন ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাও: রফিকুল ইসলাম, শ্রীবরদী সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল আব্দুর রাজ্জাক, খয়ের উদ্দিন ফাজিল (ডিগ্রি) মাদরাসার সাবেক প্রিন্সিপাল ছামিউল হক আনছারী,চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম।