সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম বলেছেন, আজকে যারা সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি কমিটি ভাঙার চিন্তা করছে ২০২৩ সালের ২৮ আক্টোবরের পর থেকে তার কোথায় ছিলো। জেলা বিএনপির আহŸায়ক মামুন মাহমুদ একটা ফুটেজ দেখাতে পারবেনা যে ২০২৩ সালের ২৮ অক্টোবরের পর সে কোন আন্দোলন, সংগ্রামে করেছে।
শুক্রবার (১আগষ্ট) রাতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি আয়োজিত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদের প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আমরা সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে চিটাগাংরোড, সাইনবোর্ড, কাচঁপুর, ডেমরা এলাকায় পর্যন্ত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, তখন কিন্তুু আমরা কোন নেতাকে পাই নাই, আজকে অনেকে নেতৃত্ব দেওয়ার চিন্তাা করেন।
আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে এই সিদ্ধিরগঞ্জ থানা কমিটি যদি কেউ ভাঙ্গতে আসে আমরা কিন্তুু তাকে ছাড় দিবোনা।
আমরা বিএনপির জন্য রাজপথে ছিলাম, বিএনপির জন্য রক্ত দিয়েছি, বিএনপির জন্য জেল খেটেছি, মামলা খেয়েছি বিএনপির জন্য আমরা অনেক ত্যাগ শিকার করেছি, আগামীতে আমরাই সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটিতে থাকবো ইনশাআল্লাহ।
মাজেদুল ইসলাম আরো বলেন, সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ড যেহেতু নারায়ণগঞ্জ ৫-আসনে যুক্ত করা হচ্ছে তাই আমরা নারায়ণগঞ্জ ৫-আসনে আমাদের প্রার্থী হিসেবে জি,এম,সাদরিল কে ঘোষনা করছি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৫-আসনে আমাদের মননীত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জি,এম,সাদরিলের পক্ষে আমরা কাজ করবো।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, যদি কেউ সিদ্ধিরগঞ্জ থানা কমিটি ভাঙতে আসে তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাদের কে উচিৎ জবাব দিবো।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠাওে আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি মোস্তফা কামাল, ডি,এইচ,বাবুল, জি,এম,সাদরিল, রওশন আলী, এ্যাডঃ মাসুদুজ্জামান মন্টু, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, দপ্তর সম্পাদক ডাঃ মাসুদ করিম, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা, সাধারণ সম্পাদক শরিফ হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামান মির্জা, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদার, সাধারণ সম্পাদক জামাল প্রধান, যুবদল নেতা মাহবুব ও সেন্টু প্রমূখ।