মোঃ হারুন অর রশিদ:- আগামী ৫ আগস্ট ‘জুলাই বিপ্লব’ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচি,কে সফল করতে বকশীগঞ্জ পৌর বিএনপি উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) রাতে বকশীগঞ্জ পৌর বিএনপির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল।সঞ্চালনায় করেন, পৌর বিএনপির সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ।
সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান পারভেজ শাহীন বকশীগঞ্জ ওলামা দলের সভাপতি আরিফ মিয়া বিএনপি নেতা নূরল আমিন পৌর যুবদলের সিনিয়র আহ্বায়ক তৌহিদ মেহেদী,
পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহাম্মেদ সুজন, ৫ নং পৌর যুবদলের আহবায়ক মোঃ রমজান আলী, পৌর ছাত্রদলের আহবায়ক শাহীন আল মামুন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আহাম্মেদ সায়েম সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
বক্তারা বলেন, “জুলাই বিপ্লব শুধু একটি তারিখ নয়, এটি গণতন্ত্র ও ভোটাধিকারের সংগ্রামের প্রতীক। দীর্ঘ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার যে ইতিহাস রচিত হয়েছে, তা আমাদের প্রেরণার উৎস। আজ দেশে নতুন করে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে—এ থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”