কবে হবে জাতীয় নির্বাচন, তা এখনো নিশ্চিত না হলেও নির্বাচন ঘিরে আলোচনা বাড়তে শুরু করেছে নারায়ণগঞ্জের রাজনীতিকাঙ্গণে। বিএনপি ও জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতারা আসন্ন নির্বাচনের সংকল্প নিয়ে হাঁটতে শুরু করেছেন। এক্ষেত্রে জামায়াত ইসলামী নারায়ণগঞ্জের পাঁচটি আসনে নিজেদের দলীয় প্রার্থীর তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। তবে বিএনপির হাইকমান্ড সেই কার্যক্রমে এখনো হাত না দিলেও দলের মনোনয়ন প্রত্যাশীরা বেশ তৎপর হয়ে উঠেছেন। এতে করে আসন্ন নির্বাচনে ভোটের লড়াই শুরু হওয়ার আগে নারায়ণগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের মাঝে দুইটি বিষয় নিয়ে লড়াই চলছে।
যার একটি হলো দলের মনোনয়ন তথা ধানের শীষ প্রতিক নিশ্চিত করা। আর দ্বিতীয়টি হলো জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে কাঙ্খিত নির্বাচনী আসনের সাধারণ ভোটারদের মনে জায়গা করে নেয়া।
সাংগঠনিক দিক বিবেচনায় বিএনপি বৃহৎ ও সম্ভাবনাময়ী দল হওয়ায় নারায়ণগঞ্জে প্রতিটি আসন কেন্দ্রীক অঞ্চলগুলোতে দলীয় প্রতীক প্রত্যাশি নেতাদের সংখ্যা একাধিক। ফলে প্রতীক প্রত্যাশি নেতারা ইতিমধ্যেই নিজেদের মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষ লড়াই চালিয়ে যাচ্ছেন।
বিশেষ করে, তাদের অনুসারী তথা কর্মী-সমর্থকদের মাঝে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। চায়ের টেবিল কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম; সর্বক্ষেত্রেই নিজ নিজ নেতার পক্ষে জনসমর্থন, মনোনয়ন ও নির্বাচনে যোগ্যতার বিচারে যুক্তি-তর্কে মেতেছেন কর্মী সমর্থকরা। চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণাও।
জানা গেছে, নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-১ আসেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ আহমেদ টুটুল, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন ও রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন দলীয় প্রার্থী হিসেবে আলোচনায় আছেন।
নারায়ণগঞ্জ-২ আসন তথা আড়াইহাজার থেকে বিএনপির ঢাকা বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও কেন্দ্রীয় কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনকে নিয়ে দলীয় মনোনয়ন কেন্দ্রীক আলোচনা চলছে।
সোনারগাঁ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৩ আসনে এযাবৎ বিএনপির মনোনয়ন কেন্দ্রীক আলোচনার কেন্দ্রে ছিলেন নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। তবে আসন বিন্যাসের সম্ভাবনা থাকায় সোনারগাঁয়ে এক পা বাড়িয়ে রেখেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি ইতিমধ্যেই সোনারগাঁয়ে কয়েকটি সভাও করেছেন মান্নান বিরোধী অংশের নেতাকর্মীদের নিয়ে।
এদিকে, ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ নিয়ে গঠিত বর্তমান নারায়ণগঞ্জ-৪ আসনেও সাবেক এমপি গিয়াস উদ্দিনকে নিয়ে বিএনপির একাংশের নেতারা সবর রয়েছেন। তবে এই আসনটিতে জেলা বিএনপির বর্তমান আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, ফতুল্লার শিল্পপতি শাহ-আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির মত একাধিক নেতা বিএনপির মনোনয়ন প্রত্যাশি হিসেবে আলোচনা তুলেছেন।
অন্যদিকে, সদর ও বন্দর থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৫ আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীদের তালিকাও বেশ দীর্ঘ। আসনটিতে সাবেক এমপি আবুল কালাম, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, ব্যবসায়ী মাসুদুজ্জামান, আলোচিত সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ সহ আরো একাধিক ব্যক্তি বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশায় নিজ নিজ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
নারায়ণগঞ্জের রাজনীতি নিয়ে পর্যালোচনাকারীদের মতে, পাঁচটি আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যা বেশ দীর্ঘ। প্রতিটি আসনেই নেতায় নেতায় প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্রতিযোগিতা চলছে। প্রত্যেকেই দলের হাইকমান্ড থেকে শুরু করে কেন্দ্রীয় দায়িত্বশীল ও সিনিয়র নেতাদের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। নিজেকে জানান দিতে আরও বেশি সক্রিয় হচ্ছেন। নেতাকর্মীদের সাথে যোগাযোগ ও সখ্যতা বৃদ্ধির পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়াতে তৎপর হয়ে উঠেছেন। দলীয় কর্মসূচির পাশাপাশি অংশ নিচ্ছেন সামাজিক নানা কর্মকাণ্ডে। এতে করে আসন্ন নির্বাচনের আগে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে বিএনপির নেতৃবৃন্দের মাঝে মনোনয়ন ও জনমনে জায়গা করে নেয়ার লড়াই চলছে পুরোদস্তর।