গাজীপুরে ‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কুয়েতে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, একজন সাংবাদিককে নৃশংসভাবে হত্যার ঘটনা শুধু গণমাধ্যম নয়, পুরো সমাজের জন্যই এক ভয়াবহ বার্তা।
বক্তারা আরও উল্লেখ করেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, আর এ ধরনের হত্যাকাণ্ডের বিচারহীনতা দেশে মতপ্রকাশের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলবে। সভা শেষে নিহত আসাদুজ্জামান তুহিনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।