নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল কারী হিসেবে পুরষ্কার পেয়েছেন ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই)মোঃ আবুল কালাম আজাদ ২। বুধবার (২০ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ কার্যালয়ে কনফারেন্স রুমে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের কাছ থেকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কার গ্রহণ করেন তিনি।
উল্লেখ্য, ফতুল্লা মডেল থানায় চাকরীরত অবস্থায় সহকারী উপ-পরিদর্শক (এসআই)মোঃ আবুল কালাম আজাদ ২বিভিন্ন মামলা ওয়ারেন্ট তামিল করেছেন। তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি জেলা পুলিশ সুপার এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ এর নির্দেশনা মোতাবেক কাজ করে সুনাম অর্জন করেছেন।