মোঃ হারুন অর রশিদ:- জামালপুরের বকশীগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে বকশীগঞ্জ পৌর বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
পরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দুপুরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং পৌরসভার নয়টি ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালি শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রহমত আলী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি এডভোকেট আনিসুজ্জামান গামা। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল।
পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ সভাপতি আলী আকবর, মাসুদ বকশী,সুমন মিয়া,বিল্লাল মাষ্টার,সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নূরুল আমিন, সহ সাংগঠনিক সম্পাদক ভাটি সাইফুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র সহ সভাপতি তৌহিদ মেহেদী, পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহাম্মেদ সুজন, রমজান আলী, মোঃ আজাদ এবং পৌর ছাত্রদলের আহবায়ক শাহীন আল মামুন সহ আরও অনেকে।