ফতুল্লা মডেল থানাধীন রামারবাগ এলাকার চিহ্নিত ভূমিদস্যু আলতাফ হোসেন গংদের বিরুদ্ধে সাধারন ডায়েরি করেছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ গোলজার হোসেন।
মোঃ গোলজার হোসেন পিতা-মৃত হাজী বাহাদুর মেম্বর, সাং-কুতুবআইল কাঠেরপুল, থানা- ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ সাধারণ ডায়েরীতে উল্লেখ করেন, বিবাদী ১। মোঃ আলতাফ হোসেন পিতাঃ-মৃত মাহাতাব উদ্দিন ২। মেহেদী পিতাঃ-মোঃ আলতাফ হোসেন ৩। শিউলি বেগম স্বামী-মোঃ আলতাফ হোসেন সাং রামারবাগ ষ্টেডিয়াম সংলগ্ন থানা- ফতুল্লা, রামারবাগ ষ্টেডিয়াম সংলগ্ন পৈত্রিক সুত্রে প্রাপ্ত ০৮ শতাংশ জমি আছে। আমি সহ ০২ ভাই ০৩ বোনের উক্ত সম্পত্তিতে অটো গ্যারেজ, ওয়ার্কশপ রহিয়াছে। আমি আমার ভাই বোন দের নিয়া শান্তি প্রিয় ভাবে উক্ত সম্পত্তি ভোগ দখলে নিয়োজিত আছি। বর্তমানে সম্পত্তিতে অটো গ্যারেজ ও ওয়ার্কশপ ভাড়া দেয়া আছে। আমার সম্পত্তির পূর্ব পাশে উক্ত বিবাদীদের পাকা বাড়ী আছে। তাহারা দীর্ঘদিন ধরে আমার সীমানা অতিক্রম করে জোর পূর্বক সম্পত্তি দখল করার পায়তারা করিয়া আসিতেছিল। এই নিয়া বিবাদীদের সাথে আমার দীর্ঘদিন ধরে বিরোধ চলিয়া আসিতেছিল। তারই জের হিসাবে ২০/০৮/২০২৫ তারিখ দুপুর অনুমান ০১.৩০ ঘটিকার সময় উক্ত বিবাদীরা আমার বর্নিত ০৮ শতাংশ জমি দখলের পায়তারা করাকালে আমি বাধা দিলে উক্ত বিবাদীরা আমাকে ধাক্কা মারিয়া মাটিতে ফেলে দেয়। ইহাতে আমি সামান্য জখম প্রাপ্ত হই। এরপর বিবাদীরা আমার পরনের পাঞ্চাবী ছিড়ে ফেলে। ঐ সময় আমার ছেলে ফাহিম (২০) আমাকে রক্ষা করতে আসলে বিবাদীরা তাহাকে চড় থাপ্পড় মারে। আমাদের চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীরা এই মর্মে হুমকি দেয় যে এই বিষয় থানা/আদালতে মামলা করিলে জীবনের তরে শেষ করিয়া ফেলিবে। পরবর্তীতে আমি নারায়ণঞ্জ ৩০০ শয্যা বিশিস্ট হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা করাই। বিবাদীরা হুমকি দেয় যে আমি সহ আমার পরিবারের লোকজন দের বিরুদ্ধে মিথ্যা মামলা করিবে। তাদের হুমকিতে ও ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগিতেছি।
ফতুল্লা মডেল থানা জি.ডি নং ২৭০৬ তারিখ-২০/০৮/২০২৫ ইং।
গোলজার হোসেন আরো বলেন,আওয়ামী লীগের ডেবিল শামীম ওসমানের ঘনিষ্ঠ সহচর শাহ নিজাম বাহিনীর অন্যতম সদস্য আলতাফ নিরীহ মানুষের জমিজমা দখল করে সাইনবোর্ড স্থাপন করে অস্ত্রের মুখে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো।ডাঃ জাহিদুল ইসলাম নামের এক ভদ্রলোকের জমি একই কায়দায় দখলের অপচেষ্টা চালাচ্ছে দীর্ঘদিন যাবত। আওয়ামী লীগের ডেবিল চিহ্নিত সন্ত্রাসী ও চাদাঁবাজ এবং ভূমিদস্যু আলতাফ হোসেন বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রহনে পুলিশ সুপার ও সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগী মহল।