সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারের (৭১) লাশ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর শুক্রবার (২২ আগস্ট) বিকেলে গজারিয়ার কলাগাছিয়া এলাকার চর বলাকিয়ায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেয়। পরে সন্ধ্যায় তার লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় নৌ-পুলিশ।
ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, বিভুরঞ্জন সরকারের ছেলে ঋত সরকার বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে একটি জিডি করেন। মোবাইল ফোন সঙ্গে না নেওয়ায় প্রযুক্তিগতভাবে তার সর্বশেষ অবস্থান জানা যাচ্ছিলো না। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। এগুলো বিশ্লেষণের মাধ্যমে তার গতিপথ সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
নৌ-পুলিশের নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ এলাকার এসপি মো. আলমগীর হোসেন জানান, শুক্রবার বিকেলে তার লাশ উদ্ধারের পর পরিবারের সদস্যদের কাছে ঢাকায় খবর পাঠানো হয়। লাশ চিহ্নিত করে আইনানুগ প্রক্রিয়া শেষ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। কীভাবে মারা গেলেন, তদন্ত করে বলা যাবে বলে জানান তিনি।
জানা গেছে, লাশ দেখে ধারণা করা হচ্ছে একদিন আগে তার মৃত্যু হয়। লাশ কিছুটা বিকৃত হতে শুরু করেছে। দেহে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান এসপি আলমগীর।
স্থানীয় সূত্রগুলো জানায়, শুক্রবার দুপুর ২টার দিকে খবর আসে কলাগাছিয়া সীমানাঘেঁষা গজারিয়ার চরবলাকী এলাকার মেঘনা নদীতে একটি লাশ ভাসছে। খবর পেয়ে বিকেল ৩টার দিকে ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে ঘটনাস্থলে গিয়ে নৌ-পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
এরপর স্থানীয় সাংবাদিকদের দেখানো ছবির সঙ্গে চেহারায় মিল পাওয়া যায়। এতে বিষয়টি ঢাকার রমনা থানা পুলিশকে জানানো হয়। রমনা থানা পুলিশ তার পরিবারের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তার গলায় চশমাটি ঝুলছিল।
জিডিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে বিভূরঞ্জন সরকার বাসা থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। জানা গেছে, বৃহস্পতিবার সকালে কর্মস্থল বনশ্রীর আজকের পত্রিকা কার্যালয়ে যাওয়ার কথা বলে তিনি বাসা থেকে বের হন। যদিও পরে খোঁজ নিয়ে দেখা গেছে, তিনি সেখানে যাননি। তিনি মোবাইল ফোনটিও বাসায় রেখে যান। গত ১৬ আগস্ট থেকে সাত দিনের ছুটিতে ছিলেন সাংবাদিক বিভুরঞ্জন।