এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ফতুল্লা থানা বিএনপি সাবেক সদস্য গিয়াসউদ্দিন লাভলু বলেন, সম্প্রতি ফতুল্লা থানা বিএনপির আওতাধীন কয়েকটি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দকে লক্ষ করা যাচ্ছিলো তারা দলীয় শৃঙ্খলাকে পাশ কাটিয়ে ব্যক্তি কেন্দ্রীক রাজনীতির পিছু ছুটেছেন। যা দলীয় শৃঙ্খলা পরিপন্থী বটে। যারা অব্যাহতি পেয়েছেন তারা নিঃসন্দেহে মাঠের স্বক্রিয় কর্মী।ফ্যাসিষ্ট সরকার বিরোধী আন্দোলনে এদের অবদান ছিলো।কিন্তু এরা দলের চেয়ে ব্যক্তি চাটুকারিতা বেশী লক্ষ করা গিয়াছে।
উল্লেখ্য, নারায়নগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মুহম্মদ গিয়াসউদ্দিন এর অনুসারী।বিগত ৪ দলীয় জোট সরকার আমলে বিএনপি দলীয় নারায়ণগঞ্জ -৪ আসনের এমপি থাকাকালীন সুবিধাভোগীরা তার কাছ থেকে সরে আসেনি। এরা যদি দলীয় শৃংখলা বুঝতো তবে থানা বা জেলার সভা সমাবেশে উপস্থিত থেকেই এমপি হিসেবে পছন্দের প্রচারনা করতে পারতো। জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি গিয়াসউদ্দিন এর অতিরিক্ত দাম্ভিকতা এবং নিজেকে একমাত্র যোগ্য ভাবাটাকেই দায়ী করেছেন সাবেক এ যুবদল নেতা।
তিনি আরও বলেন, একটি রাজনৈতিক সংগঠনের কার্যক্রম চলে তার নিজস্ব গঠনতন্ত্র দ্বারা।ফতুল্লা বিএনপি কতৃক কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মইনুল হোসেন রতন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন ও এনায়েতনগর ইউনিয়ন ৬বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনকে উল্লেখিত পদ থেকে অব্যাহতি দেয়ার পরিপেক্ষিতে যে আলোচনা চলছে তাতে আমার ব্যক্তিগত মতো হলো থানা কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে সেটা যথার্থ হয়েছে বলে তিনি মনে করেন।
ফতুল্লা থানা কমিটি এই সিদ্ধান্ত আরো আগেই নিতে পারতো।দলের চেইন অব কমান্ড রক্ষায় এমন যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহন করা জরুরী। জাতীয় নির্বাচন আসলে দলের প্রার্থী পছন্দ অপছন্দ থাকতেই পারে, তাই বলে এমপি প্রার্থীতার কারনে দলের ব্যানার উপেক্ষা করে ব্যক্তি কেন্দ্রীক কর্মসূচি দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করে।
দলের মুল স্লোগানই তো হচ্ছে “ব্যক্তির চেয়ে দলের বড়–দলের চেয়ে দেশ বড়”। এই কথাটি আমাদের সবাইকে মনে রাখতে হবে।বিএনপি নেতা লাভলু আরও বলেন,অব্যাহতি না দিয়ে মেয়াদ উত্তির্ন হওয়ায় বিলুপ্তির সিদ্ধান্ত নিলে বিতর্ক কম হতো।কারন বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী একটি কমিটির মেয়াদ দুই বছর।
তাই আমি মনে করি এসব কমিটি মেয়াদপূর্ন হওয়ায় সরাসরি বিলুপ্ত করাটাকে আমি যৌক্তিক মনে করি। আমার কাছে অবাক লাগে খন্দকার মনির ভাই এর মতো একজন প্রবীণ নেতা কিভাবে নিয়ম বহির্ভূত পন্থা সমর্থন করেন।একটি কমিটি অনুমোদন করার এখতিয়ার যার হাতে,বিলুপ্তির এখতিয়ার ও তার হাতে এটাই স্বাভাবিক।
এসব নিয়ে কেহ কেহ ঘোলা পানিতে মাছ শিকার করছেন।আমি নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৬আহবায়ক কমিটিসহ দলের সর্বোচ্চ মহলের কাছে দাবী জানাই ফতুল্লা থানা বিএনপির সকল ইউনিয়ন বিলুপ্ত করে নতুনভাবে যথাসম্ভব সবাইকে সংযুক্ত করে নতুন কমিটি গঠন করার জন্য ফতুল্লা থানা বিএনপিকে নির্দেশ দেয়া হোক।