নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনের নির্দেশে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী লিফলেট বিতরণ করেছে সিদ্ধিরগঞ্জে ২নং ওয়ার্ড কৃষকদল।
বুধবার (৮ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড, মৌচাক মদিনা মসজিদ, মিজমিজি চৌধুরীপাড়া এলাকাসহ বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।
সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের পরিচালনায় উক্ত লিফলেট বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সাবেক আহŸায়ক তৈয়ম হোসেন, সাবেক যুগ্ম-আহŸায়ক সেন্টু বেপারী, সাবেক সদস্য হাবিবুর রহমান খাঁন, সেলিম মিয়া, ২নং ওয়ার্ড কৃষক দলের সহ-সভাপতি মাহফুজুর রহমান, জসিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক শামীম, দপ্তর সম্পাদক মামুন রহমান হিৃদয়, ৩নং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, যুগ্ম-সম্পাদক জসিম উদ্দিন, ৪নং ওয়ার্ড কৃষক দলের সহ-সভাপতি খলিল খাঁন, ২নং ওয়ার্ড কৃষক দল নেতা আতিক, আলমগীর, রাতুল ও জনি প্রমূখ।