মোঃ হারুন অর রশিদ:- জামালপুরের বকশীগঞ্জে বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম দফাদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।বুধবার (৮ অক্টোবর ) দুপুরে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গার্ড অব অনার শেষে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্প অর্পণ করা হয়।বকশীগঞ্জ পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।
এক মিনিট নীরবতা পালন শেষে মির্ধাপাড়া নিজবাড়ীর কবরস্থানে তাকে দাফন করা হয়।গার্ড অব অনার অনুষ্ঠানে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের আহাম্মেদ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী,বীরমুক্তিযোদ্ধা আমিনুল মাষ্টারসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।মঙ্গলবার স্থানীয় মসজিদে মাগরিবের নামাজ আদায় করে হেঁটে নিজ বাড়িতে ফিরছিলেন নজরুল ইসলাম দফাদার। ফেরার পথে পেছন থেকে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়।
এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ নেয়ার পথে তিনি মারা যান ।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী,৬ ছেলে ও ৪ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।