নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাবেক প্রয়াত আওয়ামী লীগ নেতা এইচটি ইমামের সহযোগী কামরুল হাসানের শ্যালক ও আওয়ামী দোসর মন্ডল মো: মহিউদ্দিন সানীর মেয়ের জামাই ইয়াবা ব্যবসায়ী ও মাদকসেবী হাবিবুর রহমান জুম্মন আওয়ামী লীগ সরকার পতনের পর এবার বিএনপির ছায়াতলে আশ্রয় নিয়েছেন।
আওয়ামী লীগ নেতা মেঘনা ডিপো নিয়ন্ত্রণকারী মহিউদ্দিন সানীর দাপটে লাখ লাখ টাকা কামিয়ে নিয়েছেন গোদনাইল মেঘনা ডিপো থেকে। গত সপ্তাহে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এলাকায় টাউট বাটপার হিসেবে পরিচিত হাবিবুর রহমান জুম্মনকে গ্রেফতার করে। আওয়ামী লীগের এই দোসরের আটকের খবরে এসময় স্বস্তিতে এলাকাবাসী এলাকায় মিষ্টি বিতরণ করেন। কিন্তু আওয়ামী লীগের এই দোসরের পক্ষে আদালতে আইনি লড়াই করেন নারায়ণগঞ্জ জেলা বারের সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার প্রধান। তিনি গ্রেফতারকৃত আসামি জুম্মনের জামিন করান।
যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, জুম্মনের শ্যালক কামরুল হাসান প্রয়াত আওয়ামী লীগ নেতা এইচটি ইমামের একটা প্রতিষ্ঠান দেখভাল করতো পাশাপাশি অনেক ব্যাংক থেকে মানুষকে কোটি কোটি টাকার লোন নিয়ে দিতো ভুয়া দলিল পত্রের মাধ্যমে।তার স্থায়ী বাড়ি যশোরে, সেখানে তার বিশাল বাহিনী রয়েছে।
এইচটি ইমাম ও তার ছেলের নাম ভাঙ্গিয়ে শত কোটি টাকার মালিক বর্তমান ভূমি পল্লীতে বিলাসবহুল ৩ কোটি টাকা দামের ফ্ল্যাট ও গাড়ী রয়েছে। দুলাভাই কামরুল ও শ্বশুর মহিউদ্দিনের দাপটে রেললাইনে মার্কেট গড়ে তুলেছেন হাবিবুর রহমান জুম্মন। মহিউদ্দিন সানী গোদনাইল মেঘনা ডিপোর আওয়ামী সিন্ডিকেটের ইউনিট কমিটিতেও স্থান করে দেন জামাতা জুম্মনকে। যার ফলে ডিপো থেকে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলনসহ নানান অনিয়মে জড়িয়ে পড়েন জুম্মন। এদিকে বর্তমানে তার মাদক ব্যবসা ও সেবনসহ নানান অপকর্ম ও কুকর্মে অতিষ্ঠ এলাকাবাসী। তারা অবিলম্বে মাদকব্যবসা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।