দেশে যখন গ্যাস সংকট চরমে তখন ফতুল্লার পাগলা দেলপাড়া এলাকায় চলছে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব। কোন ভাবে যেন এটি প্রতিরোধ করতে পারছেনা। অনেক সময় অভিযান পরিচালনা করা হলেও তেমন সুফল দেখা যাচ্ছে না। কতিপয় অসাধু কর্মকতা কর্মচারীদের যোগসাজশে চিতাশাল এলাকার গ্যাস চোর ফারুক অবৈধ গ্যাস সংযোগে মাধ্যমে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা । এতে সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে তেমনি সাধারণ মানুষ ও আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জানা যায়, চিতাশাল এলাকার গ্যাস চোর ফারুক এলাকার কিছু নামধারী বিএনপি নেতাদের ছত্রছায়ায় অবৈধ ভাবে গ্যাস সংযোগ দিচ্ছে। ফতুল্লা তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানীর সংশ্লিষ্ট কিছু অসাধু ব্যক্তিদের ম্যানেজ করে গ্যাস চোর ফারুক নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা চিতাশাল বউবাজার দেলপাড়া টাওয়ারপাড় সহ বিভিন্ন মহল্লার প্রতিটি বাসাবাড়িতে দিয়ে যাচ্ছে অবৈধ গ্যাস সংযোগ এবং অফিসের নাম করে হাতিয়ে নিচ্ছে দেড় থেকে দুই লাখ টাকা ।
আর প্রতি মাসে চুলাপ্রতি দেড় থেকে ২ হাজার টাকা আদায় করে নিচ্ছেন। এ ছাড়া বিভিন্ন কলকারখানায় আকারভেদে বৈধ সংযোগের সঙ্গে অবৈধ সংযোগ দিয়ে প্রতি মাসে হাতিয়ে নিচ্ছে সর্বনিম্ন তিন থেকে চার লাখ । অবৈধভাবে নিম্নমানের পাইপ স্থাপন, রাইজার, রেগুলেটরের মাধ্যমে গ্যাস সংযোগ নেওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটছে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ফতুল্লা শিবুমার্কেট জোনের এক কর্মচারী বলেন, তিতাস যদি চাইতো একদিনেই ফারুকসহ যতবড় চক্র হোক শেষ হয়ে যেত। কিন্তু মাঝে মাঝে অভিযান চালিয়ে লোক দেখানো কিছু লাইন কেটে দেয়, আবার কয়েকদিন পরই তাদের দালাল চক্র অবৈধ গ্যাস সংযোগ চালু করে দিয়ে যায়। ফলে মানুষের মধ্যে বিশ্বাস জন্মেছে অভিযান কেবল দেখানো মাত্র, প্রকৃতপক্ষে তাদেও অভিযানে চক্রকে রক্ষা করা হয়।
আইন বিশেষজ্ঞরা ও সচেতন মহল বলছেন, শুধু লোক দেখানো অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করলে হবে না। মূলহোতাদেও গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। সচেতন নাগরিকরা মনে করছেন, এভাবে যদি চলতে থাকে তাহলে সরকারের কোটি কোটি টাকার ক্ষতির পাশাপাশি মানুষের জীবনও ঝুঁকির মধ্যে পড়বে আর দালাল চক্র হবে কোটি কোটি টাকার মালিক।





















