বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি কখনো ইসলামের মূলনীতি ও মৌলিক বিশ্বাসের সঙ্গে আপস করেনি এবং ভবিষ্যতেও করবে না। রোববার (২৩ নভেম্বর) ঢাকায় জাতীয় ইমাম-খতিব সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, তাওহিদ, রিসালাত, আখিরাত—এই তিনটি বিষয়ে নিঃশর্ত বিশ্বাস ছাড়া সত্যিকার মুসলিম হওয়া সম্ভব নয়। প্রত্যেক মুসলিমের জন্য কালিমা, নামাজ, রোজা, হজ ও জাকাত—ইসলামের ৫টি মূলনীতি পালন আবশ্যক। তবে এই বিধিবিধানের প্রয়োগ ও ব্যাখ্যার ক্ষেত্রে মাঝে মাঝে ইসলামী স্কলারদের মধ্যে মতবিরোধ দেখা যায়।
তিনি বলেন, বিএনপি মনে করে ধর্মীয় বিধান ও ইসলামী মূল্যবোধ নিয়ে কোনো বিরোধ বা দলীয় স্বার্থে বিভেদ রাষ্ট্র ও সমাজে ফিতনা সৃষ্টি করতে পারে। এজন্য নেতৃস্থানীয় ওলামা, মাশায়েক ও ইমাম-খতিবগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
তারেক রহমান আরও বলেন, বিএনপি এমন রাষ্ট্র ও সরকার চাইছে যেখানে মুসলমানরা কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে পারবে, নিরাপদে ইবাদত করতে পারবে এবং অন্য ধর্মের মানুষরাও স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারবে।
তিনি দেশের বর্তমান সংবিধান, ইসলামের অবস্থান ও ইতিহাস তুলে ধরে বলেন, স্বাধীনতার পর পতিত স্বৈরাচারের সময় সংবিধান জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ অন্তর্ভুক্ত করেছিলেন।
তারেক রহমান উল্লেখ করেন, গত বছর রমজান মাসে ইফতার মাহফিলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, যা ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতির বিরুদ্ধে ছিল। বর্তমানে দেশে ৫০ হাজারের মতো মাদ্রাসা রয়েছে, লাখ লাখ শিক্ষার্থী শিক্ষিত হচ্ছে, মসজিদ সংখ্যা ৩ লাখের বেশি এবং প্রায় ১৭ লাখ ইমাম, খতিব, মোয়াজ্জিন দায়িত্ব পালন করছেন। তাদের রাষ্ট্রীয় কার্যক্রমের বাইরে রেখে দেশ পরিচালনা সম্ভব নয়।





















