এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, নির্বাচন নিয়ে কোনো সন্দেহ নেই, তবে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় এখনও রয়ে গেছে। তিনি রোববার (২৩ নভেম্বর) ফেনী শহরের গ্রাউন্ড সুলতান কনভেনশন হলে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করার সময় এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, পুরোনো রাজনীতি ও বিতর্ক বাদ দিয়ে ফেনীসহ দেশের সমস্যা সমাধানে জোর দিতে হবে। খারাপ লোককে নির্বাচিত করলে ফলাফল আরও খারাপ হবে। পরিবর্তন এখনই শুরু করতে হবে।
মঞ্জু বলেন, সুযোগ থাকা সত্ত্বেও বিএনপির সঙ্গে জোটে যাইনি, কারণ বিএনপির অনেক নেতা দীর্ঘদিন সংগ্রাম করেছেন ও নির্যাতিত হয়েছেন। তাদের দলের নমিনেশন পাওয়ার অধিকার রয়েছে।
জেলা এবি পার্টির আহ্বায়ক মাস্টার আহসানুল্লাহর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল। অনুষ্ঠানে দলের অন্যান্য নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।





















