নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী হাজী সাব হিসেবে পরিচিতি পলাতক আজমিরি ওসমানের আম্মাজান পারভীন ওসমানের সহযোগী রাহামনি এখনো তাফালিং করে বেড়াচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগকে সংগঠিত করার লক্ষ্যে সক্রিয় রয়েছে। এছাড়াও রাহামনির স্বামী যুবলীগ ক্যাডার স্বদেশ বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হলেও প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে। রাহামনি ও স্বদেশকে গ্রেফতার না করায় এবং পুলিশ প্রশাসন নিরব দর্শকের ভুমিকায় থাকায় জনমনে ক্ষোভ বাড়ছে।
জানা যায়, ফতুল্লার রামারবাগ শিবু মার্কেট এলাকার ছমির আলীর কুখ্যাত ছেলে স্বদেশ রানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে হত্যা করেছে ছাদ মাহমুদ নামে এক তরুনকে। এই ঘটনায় ঢাকায় একটি মামলা দায়ের হয়েছে। মামলায় ৩০১নং আসামী স্বদেশ আর ধারা হচ্ছে ৩০২/৩৪ দঃ বিঃ। উক্ত আসামী এলাকায় আধিপত্য বিস্তার করে চলেছে এবং বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত রয়েছে। স্বদেশের স্ত্রী রাহামনি আজমিরি ওসমানের দোসর হিসেবে পরিচিতি থাকলেও পুলিশ প্রশাসন কার্যত তেমন কোন ব্যবস্থা নিচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগ এবং আজমির ওসমানের সহযোগীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে সুসংগঠিত করারও অভিযোগ রয়েছে।





















