মোঃ হারুন অর রশিদ-: দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি ,প্রাণি সম্পদে হবে উন্নতি’ প্রতিবাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়।
র্যালি শেষে প্রাণি সম্পদ কার্যালয় মাঠে প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) শাহ জহুরুল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, প্রাণি সম্পদ দপ্তরের ভেটেরিনারী সার্জন ডা. শাহরিয়ার মাহমুদ আরমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারজানা রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী সোয়াইব আজমী, খামারী শাহীনুর ইসলাম খান।
উদ্বোধন শেষে প্রাণি সম্পদ প্রদর্শনীর ২৫টি স্টল পরিদর্শন করেন অতিথিরা। প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন উপজেলা প্রাণি সম্পদ।





















