মো. সাইদুল ইসলাম, বেনাপোল:
যশোর–১ আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, বর্তমানে কর্মসংস্থানের অভাবে বহু মানুষ বেকার হয়ে পড়েছে। এই বেকারত্ব দূর করতে বিএনপি চ্যালেঞ্জ নিয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে সব ধরনের বিনিয়োগ করে বেকারত্ব দূর করা হবে। কর্মক্ষমতা বাড়াতে সারা দেশে দক্ষতা উন্নয়ন (স্কিল সেন্টার) কেন্দ্র স্থাপন করা হবে। এছাড়াও বড় পরিকল্পনার মধ্যে রয়েছে প্রাথমিক স্বাস্থ্যসেবা সকলের জন্য নিশ্চিত করা এবং গ্রাম পর্যায়ে ব্রডব্যান্ড লাইনের সংযোগ স্থাপন করা। বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ছিল দুঃসাহসিক ভূমিকা। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর আমাদের মা বেগম খালেদা জিয়া তাঁর শিশু পুত্রদের কথা না ভেবে দেশের মানুষের কল্যাণে হাল ধরেছিলেন। তিনি বারবার গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। আর বর্তমান সরকার গণতন্ত্র ক্ষতিগ্রস্ত করেছে। আমাদের মা বেগম জিয়া আজ চরম অসুস্থ। আপনারা তাঁর জন্য দোয়া করবেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টায় বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের ৬ নম্বর রাজাপুর ওয়ার্ডে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে সাবেক সদস্য আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মফিকুল তৃপ্তি আরও বলেন, দীর্ঘ ১৫ বছর বর্তমান সরকারের শাসনে দেশের মানুষ জিম্মি হয়ে ছিল। নিরীহ বিএনপি নেতা–কর্মীদের নামে মামলা, হামলা ও নির্যাতন চালানো হয়েছে। আজ তারা লুটপাট করে পালিয়ে গিয়ে আবারও ষড়যন্ত্র করছে। স্বাধীনতা–বিরোধী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। তাই এদের বর্জন করতে হবে।
তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে ব্যাপক লুটপাট হয়েছে। বাগআচড়া ইউনিয়নের এক চেয়ারম্যান বাড়িতে পাঁচ বস্তা টাকা রেখেছিল। পরে সেই টাকা ছেলে ও স্ত্রীর কাছে গোপন থাকায় তাদের মারধর করে একটি বস্তা টাকা উদ্ধার করা হয়—এটাই সেই সময়কার পরিস্থিতির চিত্র।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি নাসিমুল গনি বল্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের।





















