মোঃ হারুন অর রশিদ-: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
(১৯ ডিসেম্বর) শুক্রবার সন্ধ্যায় পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বকশীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ শাখার নেতৃবৃন্দ।
আমরা সবাই হাদী হব, হাদী হত্যার বদলা নেব। প্রশাসনকে বলতে চাই, হাদী হত্যার বিচার চাই। জনগণকে বলতে চাই, হাদী হত্যার বিচার চাই। জুলাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না। নানান স্লোগানে মুখরিত হয়ে ছাত্রদলের উপজেলা শাখা, পৌর শাখা ও কলেজ শাখার নেতৃবৃন্দের একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনাল বটতলা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান হোসেন, বকশীগঞ্জ উপজেলা ছাত্রদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী নাজমুল হাসান নয়ন, পৌর ছাত্রদল যুগ্ন আহ্বায়ক সিয়াম সিদ্দিকী, সাবেক সাংগঠনিক সম্পাদক কলেজ ছাত্রদল মঈন সরদার, কলেজ ছাত্রদল সহ-সভাপতি রাসেল, সাধারণ সম্পাদক লাদেন আকন্দ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব সিয়াম সহ আরও অনেকেই।
এ সময় প্রশাসনের প্রতি ছাত্রদলের নেতৃবৃন্দ ওসমান হাদীর হত্যাকারীকে দ্রুত সময়ে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।





















