ফতুল্লা প্রতিনিধি:- ছবি তোলার জন্য অনুরোধ করিবেন না। অনুরোধক্রমে অফিসার ইনচার্জ, ফতুল্লা মডেল থানা। এ ধরনের একটি বিজ্ঞপ্তি লাগানো হয়েছে ওসি মো. আব্দুল মান্নান এর অফিস কক্ষে প্রবেশ দরজায়। এ বিষয় নিয়ে ফতুল্লা মডেল থানায় সেবা নিতে আসা লোকজনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
থানায় সেবা নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছিক কয়েকজন জানান, বিগত দিনে ফতুল্লা থানার কোন ওসি সাহেবদের দরজার এধরনের পোস্টার দেখি নাই। তার কাছে মানুষ আসবে সেবা নিতে কেউতো তার সাথে ছবি তুলতে আসবে না। আসলে এই লেখার পোষ্টার লাগিয়ে মানুষদের কি বুঝাতে চাচ্ছে বা কিসের ইঙ্গিত করছে তা আমাদের জানা নেই। তারা আরো বলেন, উনার আগের ওসি সাহেবদের অফিসে ডুকতে কোন অনুমতির লাগতো না। বর্তমান ওসি সাহেব থানা যোগদান করার পরপরই একটি নতুন নিয়ম চালু করেছে যে ছবি তুলা নিষেধ।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মান্নান এর মুঠোফোনে বিষয়টি জানতে চাইলে তিনি জানান, আমরা গ্রেপ্তারকৃত আসামিদের থানায় আনার পর জিজ্ঞাসাবাদের সময় অনেকেই অনুমতি না নিয়ে ছবি তুলে ফেলেন, তাতে আমাদের সমস্যা হয়। তাই কেউ যেনো অনুমতি ছাড়া কোন ছবি না তুলে তার জন্য এই বিজ্ঞপ্তি লাগানো হয়েছে।





















